স্টাফ রিপোর্টার: সাভারের বিরুলিয়া এলাকায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিরুলিয়ার খাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসেম (৩৩), আনোয়ার (৩৫) এদের দুজনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় ও মমতাজ (৩২) ঢাকার মুগদা থানার মান্ডা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন লাইনের স্পর্শে গুরুতর আহত হয় ৪ জন। এদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।