সিলেটে অটোরিকশা চালকদের সংঘর্ষে ওসির মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: সিলেটে অটোরিকশা চালকদের দু গ্রুপের সংঘর্ষের সময় আহত ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মারা গেছেন। তবে চিকিৎসকরা বলছেন, ওসি মোস্তাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানীনগর থানার গোয়ালা বাজার এলাকায় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অটোরিকশা চালকদের সংঘর্ষ থামাতে গেলে শ্রমিকদের ছোঁড়া ইটপাটকেল ওসির ওপর পড়ে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করার পর অজ্ঞান হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment