আ.লীগ এমপিকে কর্মীদের ধাওয়া : গুলিবিদ্ধ ৩

 

স্টাফ রিপোর্টার: ওয়ার্ড সম্মেলন শেষ না করে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করায় সংসদ সদস্য রণজিত রায়সহ উপজেলা নেতাদের ধাওয়া করে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ গুলি চালালে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরপুর ইউনিয়নের চারটি ওয়ার্ডের সম্মেলন শেষ না করেই ১৭ ডিসেম্বর ইউনিয়ন কমিটি গঠনের তারিখ দেন উপজেলা নেতৃবৃন্দ। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা নেতৃবৃন্দকে ধাওয়া করেন কর্মীরা। এ সময় যশোর-৪ আসনের এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার রায় দৌড়ে একটি ঘরে আশ্রয় নেন। নেতাকর্মীরা তাকে একঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে অতিরিক্তি পুলিশ গিয়ে তাকে মুক্ত করেন। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী জুলাইসহ অন্য নেতারা পালিয়ে যান।

Leave a comment