চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে বন্যহাতির আক্রমণে ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় ঘটে এ ঘটনা। নিহতরা হলেন- কৃষক মাহবুবুল আলম তালুকদার (৪৫), মোহাম্মদ শাকিল (১৫) ও মোহাম্মদ শাহাদাত। এ ঘটনায় আবুল কালাম নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকাল ১১টায় হঠাৎ করে পাশ্ববর্তী পাহাড় থেকে ১০/১২টি হাতি দল বেঁধে লোকালয়ে নেমে আসে। প্রথমে তারা সবজি ক্ষেতে ও পরে ধানের জমিতে আক্রমণ করে। এ সময় দিগবিদিক ছুটোছুটি করতে থাকে কৃষকরা। ঘটনাস্থলেই মারা যায় শাকিল। সে এলাকার ফোরকান উদ্দিনের পুত্র। পরে বিকেলে ও সন্ধ্যায় হাসপাতালে মারা যায় শাহাদাত ও মাহবুবুল।

Leave a comment