উদ্বোধন হলো বহু কাঙ্ক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

চুয়াডাঙ্গ পৌরসভার উন্নয়নের ধারায় আরো একটি উন্নয়ন প্রকল্প সংযোগ

 

ইসলাম রকিব: চুয়াডাঙ্গ পৌরসভার উন্নয়নের ধারায় আরো একটি উন্নয়ন প্রকল্প সংযোগ হয়েছে। উদ্বোধন হয়েছে বহু কাঙ্ক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। গত সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে অবস্থিত প্রস্তাবিত পৌর ট্রাক টার্মিনালের সন্নিকটে ৩৭-জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ওই প্লান্ট বসানোর কাজ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ দশম জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রৌকশলী ওমর আলী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান, সিভিল সার্জেন ডা. আজিজুল ইসলাম, ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মিজানুর রহমান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক হযরত।

উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। প্রধান অতিথি হুইপ বলেন, পৃথীবিতে পানি, বাতাস ও আগুন এ তিনটি জিনিস খুবই ভয়ঙ্কর আবার খুবই প্রয়োজনীয়। পানির অপর নাম জীবন। তবে সে পানি হতে হবে বিশুদ্ধ। চুয়াডাঙ্গা পৌরবাসীর সে জীবন নামক সুপ্রেয় পানির সংস্থান করার ব্যবস্থায় আজকের অনুষ্ঠানের মূল বিষয়। যা পৌরবাসীর জন্য একটি মাইল ফলক। পৌরসভার উন্নয়নের ধারায় আরো একটি উন্নয়ন প্রকল্প সংযোগ হলো। প্রধান অতিথি চুয়াডাঙ্গার উন্নয়নের বিভিন্ন দিক উল্লেখ করে আরো বলেন, আমি আমার সাধ্যমতো চুয়াডাঙ্গার উন্নয়ন করেছি। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার পরবর্তী উন্নয়ন প্লান হলো মাথাভাঙ্গা নদী সংস্কার ও বাইপাস। এ দুটি কাজ করতে পারলে চুয়াডাঙ্গা বাসীর উন্নয়নের দ্বার আরো প্রশস্ত হবে। চুয়াডাঙ্গার উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো কার্পণ্য নেই। কারণ চুয়াডাঙ্গা হচ্ছে বাংলাদেশের প্রথম রাজধানী। তাই আমরা ভাগ্যবান।

অনুষ্ঠানের সভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র বলেন, আমি চুয়াডাঙ্গা পৌরবাসীর জন্য কি করতে পেরেছি জানি না, তবে আগামী দিন পৌরবাসীর উন্নয়নের জন্য আরো কি করবো সেই চিন্তায় মগ্ন। পৌরবসী আমার পাশে থাকলে এ ধরনের বড় বড় উন্নয়নমূলক কাজ আমরা করতে পারবো। ৩৭-জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ওই প্লান্ট বসানোর কাজ উদ্বোধনী অনুষ্ঠানে আগত ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মিজানুর রহমান জানান, এ প্লান্টের কাজ সম্পন্ন হলে চুয়াডাঙ্গা পৌরবাসী প্রতি ঘণ্টায় সাড়ে ৩ লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ পাবে। যা ২০ কি.মি. পাইপ লাইনের মাধ্যমে ৫২৫টি গ্রাহক বিশুদ্ধ পানি সরবরাহ সুবিধা লাভ করবেন। ৮ কোট ৯৮ নব্বই লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে ২৪ মাসে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর পরিষদের সদস্যবৃন্দ, জেলা শিল্প বণিক সমিতি, জেলা দোকান মালিক সমিতি, সমবায় নিউমার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা অওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে হুইপ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ফলক উন্মোচন করেন।

Leave a comment