দিলশানের সেঞ্চুরি সাঙ্গা-জয়ার বিদায়মঞ্চে

মাথাভাঙ্গা মনিটর: ২০১৫ বিশ্বকাপে খেলেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা মাহেলা জয়াবর্ধনের। আগের দিন নিজেই সেটা নিশ্চিত করেছেন। পরিকল্পনাটা না বদলালে কালই দেশের মাটিতে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন জয়াবর্ধনে। তার বন্ধু ও সতীর্থ কুমার সাঙ্গাকারাও দেশের মাটিতে নিজের শেষ ওয়ানডেটা খেলে ফেললেন। আবেগের অতিশয্যেই হয়তো বিদায়মঞ্চে সেভাবে জ্বলে উঠতে পারলেন না শ্রীলংকার দুই ব্যাটিং গ্রেট। তাতে অবশ্য কোনো লাভ হয়নি ইংল্যান্ডের। কলম্বোতে সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডেতে তিলকারতেœ দিলশানের অনবদ্য সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩০২ রানের পাহাড় গড়ে শ্রীলংকা। আগের পাঁচ ম্যাচেই ন্যূনতম ফিফটি করা সাঙ্গাকারা কাল আউট হয়েছেন ৩৩ রানে।ওপেনিংয়ে নেমে ২২ বলে ২৮ করেন জয়াবর্ধনে। কিন্তু দেশের মাটিতে দুই সতীর্থের বিদায়টা স্মরণীয় করে রাখতে সিরিজের শেষ ম্যাচে জ্বলে উঠলেন দিলশান। নিজের ৩০০তম ওয়ানডেতে তুলে নিলেন ১৮তম সেঞ্চুরি। ১২৪ বলে ১০১ রান করার পথে ওয়ানডেতে নয় হাজার রানের মাইলফলক ।পেরিয়ে গেছেন দিলশান। তার বিদায়ের পর দিনেশ চান্দিমাল (৫০ বলে ৫৫*) ও থিসারা পেরেরার (২৬ বলে ৫৪) ঝড়ো ফিফটিতে ৩০০টপকে যায় শ্রীলংকার সংগ্রহ। পঞ্চম উইকেটে মাত্র ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন তারা।আগেই সিরিজ খোয়ানো ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ক্রিস জর্ডান ও মঈন আলী।

Leave a comment