ভারতে নিষিদ্ধ ইসলামিক স্টেট

মাথাভাঙ্গা মনিটর: মধ্যপ্রাচ্যের জিহাদি সংগঠন ইসলামিক স্টেট’কে (আইএস) নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আইএস’র পক্ষে একটি ট্যুইটার একাউন্টের মাধ্যমে প্রপাগান্ডা চালানোর দায়ে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করার কয়েকদির পর মঙ্গলবার এ নিষেধাজ্ঞা জারি করল দেশটি।

মধ্যপ্রাচ্যের ওই গোষ্ঠিটির তৎপরতা সীমিত করার লক্ষ্যে ভারতীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে পার্লামেন্টকে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ইরাক ও সিরিয়া এবং অন্যান্য দেশে ইসলামিক স্টেট’র তৎপরতাকে আমরা ধর্তব্যের মধ্যে নিয়েছি, প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা এই গোষ্ঠিটিকে ভারতে নিষিদ্ধ করেছি। ভারতীয় মুসলিমরা মুসলিম বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী হলেও তাদের অধিকাংশ বিশ্বের মুসলিম ইস্যুগুলো এড়িয়ে চলে। এ পর্যন্ত মাত্র চারজন ভারতীয় মুসলিম আইএস’এ যোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ, তাদের মধ্যে একজন ফিরে এসে এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

রাজনাথ বলেছেন, এটি সত্য গোষ্ঠিটিতে যোগ দেয়া বা এর পক্ষে তৎপরতা চালানো ভারতীয়র সংখ্যা হাতেগোনা, কিন্তু বিষয়টিকে আমরা গুরুত্বের সাথে নিচ্ছি এটি পরিষ্কার করতে চাই আমি। ভারতে তেমন তৎপরতা না থাকায় এবং ইরাকে নিখোঁজ ৩৯ জন ভারতীয় নির্মাণ শ্রমিকের জীবন নিয়ে শঙ্কা থাকায় এতোদিন পর্যন্ত আইএস’কে নিষিদ্ধ করেনি দেশটির কর্তৃপক্ষ। ওই নির্মাণ শ্রমিকরা আইএস জঙ্গিদের হাতে বন্দি আছে বলে ধারণা করা হয়।

নিষিদ্ধ করা হলে গোষ্ঠীটির প্রতি সহানুভূতিশীলদের চিহ্নিত করা যাবে না এবং তারা আত্মগোপন করে তৎপরতা চালিয়ে যাবে বলে এতদিন বলে এসেছিলেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

Leave a comment