আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ পদে আজ নিয়োগ পরীক্ষা মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থী চূড়ান্ত করার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: নিয়োগ পরীক্ষার আগেই আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অধ্যক্ষ পদে সাতজন আবেদন করলেও পছন্দের প্রার্থী ওই মাদরাসার প্রভাষক মাও. সিরাজুল ইসলামকে নিয়োগ দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রায় সাত লাখ টাকার বিনিময়ে নিয়োগ কমিটি তাকে নিয়োগ দিতে যাচ্ছে বলে অভিযোগকারীরা জানান।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.  রবিউল হক অবসর গ্রহণ করলে অধ্যক্ষের পদটি শূন্য হয়। পরবর্তীতে এ পদে নিয়োগ দেয়ার জন্য আবেদন গ্রহণ করা হয়। সাতজন আবেদন করেন অধ্যক্ষ পদে। আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অভিযোগকারীরা জানান, আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদরাসার সভাপতিসহ ম্যানেজিং কমিটির কয়েকজন অধ্যক্ষ নিয়োগের জন্য নিয়োগ প্রত্যাশী মাও. সিরাজুল ইসলামের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা উৎকোচ নিয়েছেন। আর টাকা দেয়ার কারণে সিরাজুল ইসলাম নিয়োগ পাচ্ছেন বলে তিনি নিশ্চিত হয়ে আছেন। এখন শুধু নামমাত্র পরীক্ষা গ্রহণ করা হবে। এতোসব অভিযোগের কারণে অন্যা নিয়োগ প্রত্যাশীদের অধিকাংশই এ নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন না। তাদের অভিযোগ এ নিয়োগ পরীক্ষা সাজানো। এতে অংশ নিয়ে কোনো লাভ নেই। এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবু মুসার কাছে জানতে চাওয়া হলে তিনি দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ‘সব প্রার্থীর অংশগ্রহণে স্বচ্ছভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে। এতে অনিয়ম হওয়ার কোনো আশঙ্কা নেই।’ সাত লাখ টাকা নেয়ার বিষয়ে আবু মুসা বলেন, ‘টাকাপয়সা নেয়ার বিষয়টি মিথ্যা ও অপপ্রচার।’ অভিযুক্ত পছন্দের প্রার্থী মাও. সিরাজুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, ‘ নিয়োগ নেয়ার জন্য আমি কারো কাছে কোনো টাকা-পয়সা দিইনি।’