চুয়াডাঙ্গার সাবেক এমপি মীর্জা সুলতার রাজার স্ত্রী জাহানারার ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক সাবেক এমপি মীর্জা সুলতান রাজার সহধর্মিণী জাহানারা বেগম আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন)। গতরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার চুয়াডাঙ্গায় জাহানারার লাশ তার স্বামী মীর্জা সুলতান রাজার পাশে সমাহিত করা হবে।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কৃতীসন্তান মীর্জা সুলতান রাজা বসবাস করতেন ঢাকার খিলগাঁও এলাকায়। সেখানেই ২০১৫ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর মারা যান রাজা। এরপর থেকেই বড় একাকী জীবনযাপন করতেন তার স্ত্রী জাহানারা বেগম। সেই থেকেই মূলত অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে বারডেম হাসপাতালের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবশেষে গতরাত ১১টা ২৫ মিনিটে মারা যান তিনি। গতরাতেই জাহানারা বেগমের (৬৮) লাশ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয়া হয়েছে বলে জানান মীর্জা সুলতান রাজার ভাই মীর্জা শাহরিয়ার লন্টু। তিনি জানান মঙ্গলবার (আজ) জোহরবাদ বা আছরবাদ চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

Leave a comment