গাংনীতে তিন দিনব্যাপি বাউল মেলা উদ্বোধন

 

গাংনী প্রতিনিধি: লালনের মানব ধর্ম সকলের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে মেহেরপুরের গাংনী সন্ন্যাসীতলা আশ্রমে শুরু হয়েছে তিন দিনব্যাপি বাউল মেলা। গতকাল সোমবার দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। অনুষ্ঠানে এলাকার লালন সাধু বাউলবৃন্দ সঙ্গীত পরিবেশন ও আলোচনায় অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম। সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বাউল সম্প্রদায় সংগঠনের সভাপতি বান্টু বিশ্বাস। বক্তব্য রাখেন- মেলা আয়োজক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাব সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন, বাউল সম্প্রদায় সংগঠনের সহসভাপতি আব্দুস সাত্তার, রাইপুর ইউপি সম্পাদক নজরুল ইসলাম ও আশ্রমের বাউল গবেষক নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফকির মজনুল হক মজনু।

উদ্বোধনী অনুষ্ঠানের পর গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর ও কুষ্টিয়া জেলার কয়েকটি লাঠিয়াল দল লাঠি খেলা প্রদর্শন করেন। মেলায় বাউল সঙ্গীত ছাড়াও লোকজ সঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Leave a comment