বাসকে সাইড দিতে গিয়ে ট্রাক উল্টে গেলো রাস্তার ওপর

 

স্টাফ রিপোর্টার: ঢাকাগামী কোচকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর উল্টে পড়েছে একটি ট্রাক। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর তালবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দু ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দমকল বাহিনীর লোকজন এসে ট্রাকটাকে সরিয়ে দিলে রাস্তায় যানবাহন চলাচল শুরু করে।

প্রতক্ষ্যদর্শীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহর থেকে ঢাকাগামী একটি কোচ ছেড়ে যায় গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে। কোচটি চুয়াডাঙ্গা শহর ছেড়ে হায়দারপুর তালবাগান মোড়ে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরেই উল্টে যায়। এ সময় সড়কে যানজট সৃষ্টি হয়। প্রায় দু ঘণ্টা রাস্তা বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গার দমকল বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে রাস্তার ওপর পড়ে থাকা ট্রাকটি (ঝিনাইদহ ট ১১-০১৮৫) রাস্তা থেকে আংশিক সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এলাকার অনেকেই বলেছেন ঘটনার সময় ট্রাকের ড্রাইভার ট্রাক থেকে নেমে সটকে পড়েন। এ রিপোর্ট লেখার সময় গতরাত ১২টার দিকেও ট্রাকটি রাস্তার পাশেই পড়ে ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

Leave a comment