বিএনপি ক্ষমতায় থেকে শাসনের নামে শোষণ করেছে
আলমডাঙ্গা ব্যুরো: উত্তেজনা ও চেয়ার ভাঙচুরের মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা যুবলীগের বর্ধিতসভা সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ। তিনি বলেন, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন শাসনের নামে শোষণ করেছেন। হাওয়া ভবন তৈরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় একই দিনে ১৬৩ জায়গায় বোমা হামলা হয়েছিলো। সাবেক অর্থমন্ত্রী এসএম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, সাংবাদিক বালু ও মানিক সাহাকে হত্যা করা হয়। এমনকি প্রধানমন্ত্রি শেখ হাসিনাকে হত্যার জন্য বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। বর্তমানে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবিরকে সাথে নিয়ে আন্দোলনে নেমেছেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য মৃণাল কান্তি জোয়ার্দ্দার, জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির, আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহিন রেজা, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল গাফফার। উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, সোনাহার, ডিটু, ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালমুন আহমেদ ডন, ছাত্রলীগ নেতা তপন, নয়ন সরকার, সাবেক ছাত্রলীগ সভাপতি সোহেল রানা শাহিন প্রমুখ। যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, আব্দুল গাফফার মিছিল সহকারে ওই সভাস্থলে আসেন। এ সময় চেয়ারম্যান তাফসির আহমেদ লালের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে সভায় যোগদান করেন।
উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহিন রেজা বক্তব্য দিতে গিয়ে আলমডাঙ্গায় সরকারি দলের নিয়োগ বাণিজ্য ও জেলা যুবলীগের টেন্ডারবাজি নিয়ে কথা বলার সময় বিদ্যুত চলে যায়। মাইক বন্ধ হয়ে গেলে উপস্থিত নেতাকর্মীরা মাইক বন্ধ করে দেয়া হয়েছে ভেবে হট্টগোলের সৃষ্টি করে। উত্তেজনা ছড়িয়ে পড়ে সভাময়। এ সময় যুবলীগকর্মীরা সভাস্থলে চেয়ার ভাঙচুর করেন।