কোটচাঁদপুরে ঘুষের আট লাখ টাকা নিয়ে যুবলীগ নেতাদের মাঝে দ্বন্দ্ব

 

কোটচাঁদপুর প্রতিনিধি: শিক্ষক নিয়োগের আট লাখ টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে যুবলীগ সভাপতির লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা একই দলের সহসভাপতিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাজারে নিয়ে গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করে। সন্ত্রাসীরা যাওয়ার সময় হুমকি দিয়ে গেছে ভবিষ্যতে সভাপতির কাজে বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলা হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চলের সৃষ্টি করেছে।

উপজেলার কুল্লাগাছা-আসাননগর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. তাজুল ইসলাম জানান, ওই স্কুলের ধর্মীয় শিক্ষক নিয়োগে স্কুল কমিটির সভাপতি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক আট লাখ টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন। এ নিয়োগকে বৈধতা দেয়ার জন্য আব্দুল খালেক বিভিন্নভাবে তার ওপর চাপ দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে এলাকার চিহ্নিত ৭/৮ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে বাড়ির সামনে থেকে তাকে তুলে পার্শ্ববর্তী দমদমা বাজারে নিয়ে যায়। এ সময় তারা বাজারে জনসম্মুখে শরীরের ডান ও বাম পাশে দুটি পিস্তল ধরে। অপর একটি কাটা রাইফেল তার ঘাড়ের কাছে ধরে এক রাউন্ড ফাঁকা গুলি চালায়। দুর্বৃত্তরা যাওয়ার সময় যুবলীগ সভাপতি আব্দুল খালেকের কাজে বাঁধা না দেয়ার জন্য তাজুল ইসলামকে হুঁশিয়ারি দিয়ে যায়। গুলির শব্দ শুনে গুড়পাড়া ক্যাম্পের টহল পুলিশ ঘটনাস্থল থেকে আসাননগর গ্রামের আমির হোসেন, সিরাজ খন্দকার ও আব্দুল সালাম তোতাকে আটক করে।

Leave a comment