নাগরিক অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

মাথাভাঙ্গা মনিটর: কৃষ্ণাঙ্গসহ যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের জন্যে ন্যায় বিচার এবং পুলিশের বর্ণবিরোধী আচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিরোট বিক্ষোভ-সমাবেশ হয়েছে।এছাড়া নিউইয়র্ক এবং বোস্টনেও পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গদের হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছে। শনিবারের এসব বিক্ষোভ কৃষ্ণাঙ্গদের হত্যার প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক বিক্ষোভ-সমাবেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিলো বলে জানিয়েছেন সংগঠকরা। মূলত শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও বোস্টনে রাস্তা অবরোধের চেষ্টার সময় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মানবাধিকার সংগঠক রেভারেন্ড আল শার্পটন প্রতিষ্ঠিত ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক সকলের জন্য ন্যায়বিচারের দাবিতে দেশব্যাপি এ বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেয়। এ ডাকে সাড়া দিয়ে ওয়াশিংটন, নিউইয়র্ক, বস্টন, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া, টেক্সাস, ফ্লোরিডা, আটলান্টা, মিজৌরি, ফিনিক্সসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে শনিবার রাতে নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং সুপ্রিমকোর্ট ভবনের সামনে হাজারো জনতার স্লোগান ধ্বনিত হচ্ছিলো। সবার জন্য ন্যায়বিচার, আমি শ্বাস নিতে পারছি না, কৃষ্ণাঙ্গদের জীবনও মর্যাদাপূর্ণ, তুমি কার নিরাপত্তা দিচ্ছ, তুমি কার সেবা করছো স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে নিউইয়র্কের রাতের আকাশ। অপরদিকে ওয়াশিংটন ডিসির ডাউন টাউনের ফ্রিডম প্লাজা থেকে গগনবিদারি স্লোগানে আশপাশের এলাকা প্রকম্পিত করে কয়েক হাজার মানুষের একটি মিছিল হোয়াইট হাউজের পাশ দিয়ে ক্যাপিটল হিলের সামনে জড়ো হয়।

Leave a comment