টিপ্পনী

 

খবর:(চুয়াডাঙ্গা ফার্মপাড়ার তিন বাড়িতে হামলা)

 

দফায় দফায় হামলা চলে

মামলা চলে থানায়,

একেক জনা একেক রকম

অভিযোগও জানায়।

 

এসব নিয়ে থানা পুলিশ

কামায় টাকা কামায়,

পয়সা পেলে অকারণেও

তারা কপাল ঘামায়।

 

মারামারি আর মহড়ায়

দু পক্ষ হয় ফতুর,

মুচকি হাসে থানা পুলিশ

ওরা ভীষণ চতুর।

 

Ñআহাদ আলী মোল্লা

Leave a comment