কাঠপট্টিতে মাতলামি : গ্রেফতারের পর পাকস্থলি পরিষ্কার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ার তৌহিদ হোসেনকে (৩০) মদ্যপাবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাকে সিনেমাহলপাড়ার কাঠপট্টি থেকে গ্রেফতার করে হাসপাতালে নেয়া হয়। সদর হাসপাতালে ওয়াশের পর নেয়া হয় সদর থানায়।

পুলিশ বলেছে, ফার্মপাড়ার মৃত মহিউদ্দীনের ছেলে তৌহিদ হোসেন কাঠপট্টির একটি ফার্নিচারের দোকানে কাজ করে। গতকাল মদপান করে মাতলামি শুরু করে। খবর পেয়ে সদর থানার এএসআই অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে তাকে কাঠপট্টি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরও থামেনি তার মাতলামি। পুলিশ আইনের ৩৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে হাসপাতালে নিয়ে ওয়াশ করা হয়। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Leave a comment