গাংনীতে একসাথে তিন ব্যক্তির জানাজা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা এলাকার তিন ব্যক্তির জানাজা একই স্থানে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় হাজারো মুসল্লি শরিক হন।

গাংনী ভিটাপাড়ার মৃত হারুন-অর রশিদের স্ত্রী ও পৌরসভার মামুনের দাদি সফুরা খাতুন (৯৯), ভিটেপাড়ার রাজমিস্ত্রি মজিবর রহমান (৮০) ও মাঠপাড়ার আব্দুল জলিল (৯৮) গতকাল শনিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……রাজেউন)। জানাজায় শরিক হন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, হাজি মহাম্মদ মহাসিন, গাংনী মহিলা কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু, গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইনসারুল হক ইন্সু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহহীল মারুফ পলাশ, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, মোটরশ্রমিক ইউনিয়ন গাংনী শাখার সভাপতি জমির উদ্দীন, ট্রাকশ্রমিক ইউনিয়ন সভাপতি খোকন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সন্ধ্যার পর একে একে তিনটি মরদেহ আনা হয় গাংনী হাইস্কুল মাঠে। এ সময় হাজারো মুসল্লির ঢল নামে। শোকের ছায়া ছড়িয়ে পড়ে চারদিকে।

Leave a comment