মেহেরপুর অফিস: ‘দুর্নীতি মুক্ত স্বচ্ছ বাংলাদেশ চাই’ এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের গণকবর ও স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ড। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে থেকে একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্বরের গণকবরের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর ও কলেজ মোড়ের স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেনসহ জেলার মুক্তিযোদ্ধারা ৱ্যালি ও শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর ও স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ গ্রহন করেন।
এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, যারা দেশ স্বাধীন করতে জীবন দিয়েছেন তাদের গণকবরের সামেনে বছরের কোনো দিন কেউই আসে না। এ গণকবরগুলো অযত্ন আর অবহেলায় নষ্ট হতে চলেছে। তাই আমারা গণকবরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। নষ্ট হতে চলা গণকবরগুলো সংরক্ষণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।