মহান বিজয় দিবসে বিভিন্ন স্থানে প্রস্তুতিসভা

 

মাথাভাঙ্গা ডেস্ক: আর একদিন মহান বিজয় দিবস। এ দিবস উদযাপনে সরকারি-বেসরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রস্তুতিসভা করে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি নির্ধারণ করছে। গতকাল দর্শনা পৌর আ.লীগ, মুজিবনগরে জেলা ছাত্রলীগ ও ঝিনাইদহের সাগান্নায় ইউনিয়ন বিএনপি প্রস্তুতিসভার আয়োজন করে।

দর্শনা অফিস জানিয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে দর্শনা পৌর আ.লীগ প্রস্তুতিসভা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা রেলবাজারের চেয়ারম্যান মার্কেটের ছাদে পৌর আ.লীগের আয়োজনে অনুষ্ঠিতসভার সভাপতিত্ব করেন ওয়ার্কসপার্টি নেতা সৈয়দ মজনুর রহমান। প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রসাশক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু। বক্তব্য রাখেন- সাবেক দর্শনা পৌর মেয়র, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক মতিয়ার রহমান। আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, হাজি এরশাদ আলী, আমির হোসেন, নাসির উদ্দিন আহম্মেদ, মুন্সি সিরাজুল ইসলাম, মোজাহারুল ইসলাম, মুকুল মিয়াজি, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, ছাত্রলীগ নেতা আকামত আলী প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে এ দিবস পালনের প্রস্তুতিসভা করেছে ছাত্রলীগ। গতকাল শনিবার বেলা ৪টার দিকে মুজিবনগর উপজেলা রেস্ট হাউজ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন লাবলু। এছাড়াও বক্তব্য রাখেন- সহসভাপতি আনিসুজ্জামান শুভ, মোনাখালী ইউপি সভাপতি জুয়েল রানা, পলাশ, সোহাগ, নায়েব ও পরাগ আলী।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, এ দিবস উপলক্ষে ঝিনাইদহের ৩ নং সাগান্না ইউনিয়নের সম্মেলনকক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দীন আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, সাংগাঠনিক সম্পাদক অ্যাড. জিয়াউল হক ফিরোজ, যুগ্ম সম্পাদক জাহিদ জোয়ার্দ্দার, বিএনপি নেতা কুমডাবাড়িয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোজাম্মেল হক প্রমুখ। সভাটি পরিচালনা করেন সাগান্না ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আ. রশিদ মেম্বার।