এক রাতের জন্য ১ মিলিয়ন ডলার!

মাথাভাঙ্গা মনিটর: হলিউড অভিনেত্রী কিম কার্ডাশিয়ানকে এক রাত কাটানোর জন্য ১ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ আদিল আল ওতাইব। কানাঘুষা চলছে যে যুবরাজের এ প্রস্তাব নাকি কিম গ্রহণও করেছেন! জানা গেছে, নতুন বছরের জানুয়ারিতে সৌদি রাজ পরিবারের কয়েক দিনব্যাপি একটি পার্টিতে কিম কার্ডাশিয়ানকে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ। শুধু তাই নয়, সারারাত যুবরাজের সাথে কাটানোর জন্য তাকে এ বিপুল অংকের অর্থের প্রস্তাবও দেয়া হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগামে কিমকে এ প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ। অবশ্য এ ধরণের প্রস্তাব কিমের জন্য এটাই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে ভিয়েনা বলে ৮১ বছরের রিচার্ড লাগনারের সাথে এক রাত কাটানোর জন্য ৫০ লাখ ডলার ব্যাগে পুরেছিলেন কিম। এবার সৌদি যুবরাজের প্রস্তাব এই অংককেও ছাড়িয়ে গেছে। তবে এই প্রস্তাব এখনো অফিসিয়ালভাবে গ্রহণের কথা স্বীকার করেননি এ হলিউড অভিনেত্রী। পার্টিতে প্রতি রাতের জন্য কিমকে প্রস্তাব দেয়া হয়েছে এক মিলিয়ন ডলার করে। উল্লেখ্য, ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী সংসার করছেন র‌্যা পার কেন ওয়েস্টের সাথে। তার একটি কন্যা সন্তানও রয়েছে।

Leave a comment