মাথাভাঙ্গা মনিটর: স্পেনের সাবেক তারকা স্ট্রাইকার রাউল গনসালেস মনে করেন, ফুটবল কিংবদন্তি পেলে ও মারাদোনার মতোই সেরার কাতারে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসি। এক ফুটবল অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী রাউল বলেন, রোনালদো আর মেসি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম দুই জন। তারা পেলে-মারাদোনার চেয়ে ভালো কি-না- এমন প্রশ্নের জবাবে রাউল বলেন, তারা শীর্ষে আছে, কিন্তু আমি মনে করি, ফুটবলে কে প্রথম, কে দ্বিতীয় বলাটা কঠিন। কিন্তু ক্রিস্তিয়ানো যদি পাঁচ বছর খেলতে পারে তাহলে…।
মেসির চেয়ে অবশ্য পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে একটু এগিয়ে রাখছেন সম্প্রতি নিউ ইয়র্ক কসমসে যোগ দেয়া রাউল। আমার মনে হয়, সে এখন ফর্মের তুঙ্গে আছে, আর এভাবে খেলে যেতে পারলে সে ইতিহাসের সেরা খেলোয়াড় হতে পারবে।
গতবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী রোনালদো এ মরসুমেও দারুণ ফর্মে আছেন। লা লিগার ১৩ ম্যাচেই ২৩ গোল করেছেন তিনি। সব ধরণের প্রতিযোগিতা মিলে এবারের মরসুমে তার গোল ৩০টি। গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে তিন গোল করে লা লিগায় সর্বোচ্চ ২৩ হ্যাটট্রিকের রেকর্ড গড়েন রোনালদো। আর গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লুদোগোরেতসের বিপক্ষে একটি গোল করে ছাড়িয়ে যান প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ৭১ গোল করা রাউলকে। এই প্রতিযোগিতায় রোনালদোর গোল ৭২টি। বর্তমানে স্পেনের শীর্ষ এই লিগে মেসির মোট গোল সংখ্যা ২৫৬টি।