আলমডাঙ্গার লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী গাদন খেলার উদ্বোধন

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঐতিহ্যবাহী গাদন খেলার উদ্বোধন করা হয়েছে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে গোপালনগরকে হারিয়েছে বোলিয়াপুর একাদশ।

গতকাল বিকেল সাড়ে ৩টায় আলমডাঙ্গার লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী গাদন খেলার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কলম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন খাদিমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন, আবুল কালাম, ইয়াকুব, আজগর, বিল্লাল, ফারুক, মিলন, রবজেল, গঞ্জের, মান্নান প্রমুখ। খেলা পরিচালনা করেন মহাসিন মেম্বার। উদ্বোধনী দিনে গোপালনগরকে ১/০ গাদনে হারিয়েছে বালিয়াকান্দি একাদশ।

Leave a comment