২১ ডিসেম্বর ডাচবাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসব

চুয়াডাঙ্গায় নিবন্ধনের শেষ সময় ১৫ ডিসেম্বর

 

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে দেশব্যাপি শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘ডাচবাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৫’। আগামী ২১ ডিসেম্বর ঝিনাইদহ শহরের ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

তৃতীয় থেকে পঞ্চম ‘ক’ শাখা, ৬ষ্ঠ থেকে অষ্টম ‘খ’ শাখা, নবম-দশম ‘গ’ শাখা এবং একাদশ-দ্বাদশ ‘ঘ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে ১৫ ডিসেম্বরের আগে প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির ০১৭১৩৪০০৬৯৫ নম্বরে প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লিখে এসএমএস করতে বলা হচ্ছে। এছাড়া ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে মোবাইলফোন অথবা সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment