কেরুজ চিনিকলের চলতি মাড়াই মরসুমের শুরুতেই বারবার যান্ত্রিক ক্রটির কবলে

দর্শনা অফিস: দর্শনা কেরুজ চিনিকল চলতি মাড়াই মরসুমের শুরুতেই বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মিলে আখ নিয়ে আসা চাষিরা। মাড়াই কার্যক্রম ব্যাহত হচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মিল চালুর ৭ দিনের মধ্যে তিন দিনই রয়েছে বন্ধ। জোরেসোরে চলছে মেরামত কার্যক্রম। আজ থেকে শুরু হতে পারে আখ মাড়াই কার্যক্রম।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে মিল কর্তৃপক্ষ মাড়াই কার্যক্রম শুরু করার লক্ষ্যে ব্যাপক আয়োজন করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২০১৪-১৫ আখমাড়াই মরসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ মরসুমের আখমাড়াই কার্যক্রমের ৭ দিন পেরিয়েছে গতকাল শুক্রবার। এক সপ্তার ব্যবধানে মিলের ইঞ্জেকশন পাইপ, স্টিম ও পাম্পসহ বিভিন্ন সমস্যার কারণে তিন দিনের বেশি সময় মাড়াই কার্যক্রম বন্ধ রয়েছে।

মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান জানিয়েছেন, ত্রুটি কাটিয়ে তুলতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিলের কর্মকর্তা ও কর্মচারীরা জোরেসোরে মেরামত কাজ চালাচ্ছে। এরই মধ্যে নর্থবেঙ্গল সুগার মিল থেকে একটি পাম্প এনে তা স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, মেরামত কাজ সম্পন্ন হলে কাল থেকে (শনিবার) আখমাড়াই কার্যক্রম ফের শুরু হতে পারে। চাষিদের ভোগান্তি লাঘবে মিল কর্তৃপক্ষ আখ ওজন করে নিয়েছে।

এদিকে এলাকাবাসী বলেছে, এভাবে মিলের কার্যক্রম চললে আখচাষিরা যেমন চাষে আগ্রহ হারাবে, তেমনি এ মরসুমেও মোটা অঙ্কের লোকসান গুনতে হবে কর্তৃপক্ষকে। এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি, সরকারের মূল্যবান এ ভারি শিল্পপ্রতিষ্ঠান রক্ষায় আবারো দ্রুত আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করার দাবি তোলা হয়েছে।

Leave a comment