গাংনীস্থ র্যাব ক্যাম্পের আলমডাঙ্গায় অভিযান
গাংনী প্রতিনিধি: ৫০ বোতল ফেনসিডিলসহ সার্জিনা খাতুন (২২) নামের এক মাদকপাচারকারীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে গাংনীস্থ র্যাব ক্যাম্পের এক অভিযানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে চুয়াডাঙ্গার দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের জুম্মন আলীর স্ত্রী।
আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করার সময় র্যাবের নিয়মিত টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। সার্জিনার গতিবিধি র্যাব সদস্যদের কাঝে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন র্যাব সদস্যরা। দুপুরেই তার নামে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামান।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় রেলস্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান ৫০ বোতল ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গাংনীর র্যাব আলমডাঙ্গা স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা ট্রেনের এক মহিলা যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। চুয়াডাঙ্গা দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গোরস্তানপাড়ার জুম্মন আলীর স্ত্রী সার্জিনা খাতুন (২৫) দর্শনা হল্ট রেলস্টেশন থেকে চিত্রা ট্রেনে উঠে আলমডাঙ্গার কোনো ফেনসিডিল ব্যবসায়ীর কাছে বিক্রি করতে আসছিলো। এ সময় গাংনী র্যাব ক্যাম্পের এএসপি নুরুজ্জামান গোপন সংবাদে আলমডাঙ্গা রেলস্টেশনে সঙ্গীয় ফোর্স নিয়ে ওত পেতে ছিলেন। ঢাকাগামী চিত্রা ট্রেন থেকে যাত্রী নামলে সার্জিনাকে ধরে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। সার্জিনা আলমডাঙ্গার কার কাছে ফেনসিডিল বিক্রি করতে আসছিলো তা জানা যায়নি।