হরিজন সম্প্রদায়ের সদস্যের বাড়িতে ডাকাতি

দর্শনা কলেজপাড়ায় মুখোশধারী ডাকাতদের হানা

 

দর্শনা অফিস: দর্শনা কলেজপাড়ায় সশস্ত্র ডাকাতেরা হানা দিয়েছে। মুখোশধারী ডাকাতেরা অস্ত্রের মুখে হরিজন সম্প্রদায়ের সদস্য উজ্জ্বলের বাড়ি থেকে নগদ টাকাসহ মালামাল লুটপাট করেছে। ডাকাতি আতঙ্ক বিরাজ করছে। গতপরশু বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ৪/৫ জনের মুখোশধারী ডাকাতেরা ধারালো অস্ত্র হাতে হানা দেয় পৌর শহরের কলেজপাড়ার হরিজন সম্প্রদায়ের সদস্য বাদলের ছেলে উজ্জ্বলের বাড়িতে। ডাকাতেরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৩ হাজার টাকা, মোবাইলফোনসহ মালামাল লুট করে পালিয়ে যায়। ওই বাড়িতেই আগের রাতে চোরেরা নগদ ৭ হাজার টাকা চুরি করেছে বলে অভিযোগ রয়েছে।

Leave a comment