সারদাকাণ্ডে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্র গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: সারদা কেলেঙ্কারির ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করেছে সিবিআই। তার বিরুদ্ধে সুদীপ্ত সেনের কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেয়া ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার সিজিও কমপ্লেক্সে দু দফায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করা হয় মদন মিত্রকে। সিবিআই দফতরে পৌছতেই তার হাতে একটি প্রশ্নমালা দেয়া হয়। মদন মিত্রের দেয়া উত্তরের ভিত্তিতে তাকে জেরা করেন সিবিআইর জয়েন্ট ডিরেক্টর রাজীব সিং, এসপি উপেন্দ্র আগরওয়াল, ডিআইজি শঙ্খব্রত বাগচি এবং দিল্লি থেকে আসা এক অফিসার। দ্বিতীয় দফায় পরিবহনমন্ত্রীর সাথে কথা বলেন তদন্তকারী অফিসার। সিবিআই সূত্রে খবর, মদন মিত্রের সব উত্তরে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার করা হয়েছে সারদার আইনজীবী নরেশ ভালোটিয়াকেও।

Leave a comment