দর্শনা সরকারি কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু

স্টাফ রিপোর্টার: দর্শনা সরকারি কলেজে ৪টি বিষয়ে অনার্স কোর্সের অনুমতি মিলেছে। ১৯৬৯ সালে আখচাষিদের দ্বারা প্রতিষ্ঠিত কলেজটির মাধ্যমে দর্শনাবাসীর আরো একটি সাফল্যের দ্বার উন্মোচিত হলো। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানের অনুমতিপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে- বাংলা ভাষা ও সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা ও রসায়ন।

দর্শনা সরকারি কলেজ সম্মান কোর্স চালুর জন্য ২০১০ সালেই উদ্যোগ নেয়। কিন্তু বিধিগত কিছু জটিলতার কারণে ওই উদ্যোগ সফল হয়নি। বিষয়টি জানতে পেরে দর্শনা সরকারি কলেজের সাবেক কৃতীছাত্র বর্তমান মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দর্শনা আকন্দবাড়িয়ার আব্দুল লতিফ কাজল এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে অনার্স কোর্স চালুর যাবতীয় যোগাযোগের দায়িত্ব নেয়ার আগ্রহের কথা জানান। এ সময় তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সমর্থন চান। এমপি টগর তার এ আগ্রহের কথা শুনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে অবিলম্বে কাজ শুরু করতে বলেন।

এ ব্যাপারে আব্দুল লতিফ কাজলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এমপি টগর আর্থিক সহযোগিতার হাত না বাড়ালে এতো অল্প সময়ে এ বিশাল কাজ সম্পন্ন করা সম্ভব হতো না। কলেজটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগটিও চালুর প্রক্রিয়ায় রয়েছে। খুব শিগগিরই অনুমতি পাওয়া যাবে।

চলতি শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি প্রসঙ্গে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিঅনুযায়ী অনুমতির বছরে শিক্ষার্থী ভর্তি করা যায় না। তবে রিলিজ স্লিপের মাধ্যমে এখানে ভর্তি হওয়া যাবে। জানা গেছে, কাজল মাগুরা সরকারি কলেজে ৮ বিষয়ে মাস্টার্স ও উচ্চমাধ্যমিকে ৭টি বিষয় এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজে ৫টি বিষয়ে মাস্টার্স খোলায় সহযোগিতা করেন।

Leave a comment