তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুবদলের দু অংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদল নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশি বাধার কারণে মিছিলটি সামনে যেতে না পেরে পুনরায় সাহিত্য পরিষদ প্রাঙ্গণে ফিরে সেখানেই সমাবেশ করে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টুর উপস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। তিনি বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় সরকার ভীত হয়ে পড়েছে। আর এজন্য তার দেশে ফেরার প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে। তিনি বলেন, অবৈধ এ সরকারের প্রতিটি কাজের হিসাব বাংলার জনগণকে একদিন দিতে হবে। আর এজন্য শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
অহিদুল ইসলাম বিশ্বাস সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সভানেত্রীর একঘেয়েমি বক্তব্যের কারণে বহির্বিশ্বে বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানান।
প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন- যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক একরামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খাঁন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিনু ও আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন- সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহাবুল হক, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল হক মল্লিক, সদর উপজেলার সাবেক আহ্বায়ক একরামুল একরা, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মিলন মেম্বার, পিন্টু, লাল, একলাস, আরিফ, আশরাফুল, আব্দুস সালাম, খোকন, মোজাম্মেল, বেল্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শমসের আলী. দেলোয়ার জাহান ঝন্টু, মতিয়ার আক্কাস, বেল্টু, জেলা যুবদলের সদস্য হাসান, আতিয়ার, ইনতাজ, লাভলু, মহি, মোবা, আরিফ, আবু, সুমন লালন, জাহিন, আলিম ছাত্রনেতা পারভেজ মহলদার, স্কায়ার বিশ্বাস, জুরন মণ্ডল, বিদ্যুত, নয়ন, হবি, শিমুল, নাসির, থানা যুবদল নেতা মোশারফ মাস্টার, রশিদ, কুদ্দুস, মুনসুর, হাসিবুল, রশিদ, আনোয়ার, সালাম, জব্বার, তরিকুল, ছাত্তার, অমিত প্রমুখ।
অপরদিকে গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা যুবদলের অফিস থেকে শুরু হয়ে শহীদ হাসান চত্বরে পৌঁছুলে পুলিশি বাধার সম্মুখিন হলে মিছিলটি পুনরায় জেলা যুবদলের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ১ নং যুগ্ম-আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম রতন। বক্তব্য রাখেন- জেলা যুবদলের সদস্য যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, মোখলেছুজ্জামান মোখলেছ, ইমরুল হাসান জোয়ার্দ্দর মুকুল, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন, ওহিদুল ইসলাম বাবু, গোলাম হোসেন, খাজা করিম, মাসুদ পারভেজ ও বোরহান শোয়েব। অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাফ হোসেন, জেলা জাসাস আহ্বায়ক শহিদুল ইসলাম বিশ্বাস, নাজমুস সালেহীন লিটন কমিশনার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, রবিউল ইসলাম লিটন, মহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খ.ম ইউসুফ প্রমুখ।