ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

 

স্টাফ রিপোর্টার: ঢাকার দু সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফাকে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পাট অধিদফতরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয়েছে। দু প্রশাসকের মেয়াদ শেষ হওয়ায় তাদের বদলি করে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হলো। উল্লেখ্য, গত সোমবার কেবিনেট বৈঠকে এলজিআরডি মন্ত্রণালয়ের ডিসিসি প্রশাসকদের মেয়াদ বাড়ানো সংক্রান্ত প্রস্তাব ফেরত দিয়ে দু সিটি করপোরেশনে নির্বাচন দেয়ার নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a comment