বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক গোলাম রসুলের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারক কাজী গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। তার বয়স হয়েছিলো ৭৩ বছর। গতকাল বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউনাইটেড হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিচারপতি গোলাম রসুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে গোলাম রসুল ২৬ নভেম্বর সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিলো। গোলাম রসুলের মৃত্যুর সংবাদ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সোয়া ১১টার ইউনাইটেড হাসপাতালে যান। সেখানে তিনি গোলাম রসুলের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সমবেদনা জানান। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারক ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল। তিনি এ আলোচিত হত্যা মামলায় ১৯ আসামির ১৫ জনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

Leave a comment