স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) নিবন্ধন না দেয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আবেদন করেছেন দলটির সাবেক আহবায়ক প্রতিষ্ঠাতা দাবিদার ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরেবাংলা নগরের ইসি সচিবালয়ে সচিব ড. মো. সাদিকের কাছে এ সংক্রান্ত একটি আবেদন জমা দেন তিনি। আবেদন জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে বিএনএফ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে দলটির নিবন্ধন না দিলে তার নিরসন হবে। আমি চাই এই দলটির নিবন্ধন যেন না দেয়া হয়। তিনি বলেন, প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ দলটির উদ্দেশ্য সম্পূর্ণ রূপে নস্যাৎ করে দলটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে আসছিলেন। তাই আমি দলটি বিলুপ্ত ঘোষণা করি। বর্তমানে দলটির অস্তিত্ব নেই। তাই এর নিবন্ধন দেয়ার প্রশ্নই ওঠে না। নাজমুল হুদা বলেন, আমি এখনও বিএনপিতে আছি। কারণ আমার নেত্রীকে পদত্যাগপত্র দিয়েছিলাম। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তাই আমি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে আছি। সবার মধ্যে বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনের কাছে দলটির (বিএনএফ) নিবন্ধন বাতিলের আবেদন করি। উল্লেখ্য, সম্প্রতি তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনএফকে বিলুপ্ত ঘোষণা করেন। যদিও তার বিলুপ্তি ঘোষণার আগে তাকেই দলটির পক্ষে বহিষ্কার করা হয়েছিলো। নির্বাচন কমিশনে গমের শীষ প্রতীকে দলটি নিবন্ধিত হওয়ার বিষয়টি অনেকদিন ধরেই ঝুলে রয়েছে। প্রধান বিরোধীদল বিএনপিও দলটিকে নিবন্ধন না দেয়ার দাবি জানিয়েছে।