টিপ্পনী

খবর:(আলমডাঙ্গায় ভুয়া কাজি মঞ্জুকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডাদেশ ও জরিমানা)

ভুয়া কাজি মানেই পাজি
হরেক রকম সে কারসাজি
জানে এবং জানে,
বিয়ে পড়ায় ভোগা দিয়ে
এদিক ওদিক পানে।

বেজায় ভুয়া হুক্কা হুয়া
বসে বসে সে পান্তুয়া
খায় সে এবং খায়,
ভেজাল মানুষ তার মতো আর
নাই এ দেশে নাই।

ভুয়া কাজি ভুয়া মানে
আলমডাঙ্গার সবাই জানে
লোক সে কেমন লোক;
পালিয়ে যাওয়ার পথ নেই তার
ঘোরের বিচার হোক।

-আহাদ আলী মোল্লা

Leave a comment