ইবি প্রতিনিধি: ৫ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চের ডাকা অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি মেনে নেয়ার আশ্বাসে ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চ তাদের ধর্মঘট স্থগিত করে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেয়।
ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন শিমুল ও যুগ্ম আহ্বায়ক হাদীউজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস পরীক্ষা চালু ও মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ ৫ দফা দাবিতে ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চ গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছিলো। দাবি মেনে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেধে দেয়া হয়। আমাদের এ দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা ও সমর্থন কামনা করি। আমাদের এ যৌক্তিক দাবির সাথে অনেকে একাত্মতা ও সমর্থন পোষণ করেন। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস সচল হওয়া পর্যন্ত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ও অবিলম্বে আমাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে সাময়িক সময়ের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে অনতিবিলম্বে দাবি না মেনে নেয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রী অধিকার রক্ষা মঞ্চের আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন শিমুল ও যুগ্ম আহ্বায়ক হাদীউজ্জামানের স্বাক্ষর ছাড়াও মাহাবুবুর রহমান, কামরুল ইসলাম ও মাসুদুর রহমান মিথুন নামে আরও তিন জনের নাম রয়েছে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষের মৌখিক সাক্ষাতকার শুরু হওয়ার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার তার নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ জারি করেন।