জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। সভায় ৪৩তম মহান বিজয় দিবস জাঁকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উথলী ইউপি চেয়ারম্যান শরীফউদ্দিন, আব্দুল কাদের প্রধান, জাহাঙ্গীর আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, পৌর কাউন্সিলর শেখ জয়নাল আবেদীন, কাউন্সিলর রফিকুল ইসলাম, সেকেন্দার আলী, আনোয়ার হোসেন, মজিবর রহমান বাবলু, সেলিমউদ্দিন, আলী আহাম্মদ, শাখাওয়াত হোসেন ফরজ, রেকুনা আক্তার ও রিজিয়া খাতুন। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আ. সালাম ইসার পরিচালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, হাসাদাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন জালাল, রবি বিশ্বাস, সীমান্ত ইউনিয়নের আব্দুল মালেক মোল্লা, আব্দুস শুকুর, আন্দুলবাড়িয়ার শেখ মুক্তার আলী, শেখ শফিকুল ইসলাম মোক্তার, মীর মকলেছুর রহমান টজো, রাবেয়া খাতুন, যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু, ছোট বাবু, সালাউদ্দীন কবির, মজিবর রহমান, ফারুক, শরিফুল ইসলাম, ছোট শামীম, ছাত্রলীগ নেতা সোয়েব আহমেদ অঞ্জন, ওয়াসিম রাজা, নাজমুল আলম ও মেহেদী হাসান প্রমুখ।