চুয়াডাঙ্গা শহরে রহস্যময়ী ভারতীয়?

ষ্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড, সাতগাড়ি এলাকায় বেশ কয়েক মাস যাবত অবস্থান করছে রহস্যময় এক ভারতীয় যুবক। গত মধ্যরাতে তাকে দেখা গেছে জোয়ার্দ্দার ফিলিং স্টেশনের পাশে নৈশপ্রহরীদের সাথে। আনুমানিক ৩৫ বছর বয়সী হিন্দিভাষী এ ব্যক্তির কাছে তার নাম জানতে চাইলে বলেছেন মোহাম্মদ আকবর কোরেশি ওরফে রাজু। বাড়ি দিল্লি।

কিছুটা মানসিক ভারসাম্যহীন এ ভারতীয় ৪/৫ মাস যাবত ওই এলাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বলে জানিয়েছেন নৈশপ্রহরীরা। প্রচণ্ড শীতে গায়ে একটা ময়লা জ্যাকেট আর খালিপায়ে ঘুরে বেড়ায় জাফরপুর থেকে চুয়াডাঙ্গা রেলগেট পর্যন্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, রাজু নামে ডাকলেই তিনি উত্তর নেন। কেউ কোনো কিছু খেতে দিলে প্রথমে তা নেন না, পরে ওই খাবারই চেয়ে নেন। অনেকে তাকে শীতের কাপড় দিয়েছেন কিন্তু এসব দু একদিন পর তিনি ফেলে দেন। গতরাতে ভাঙা ভাঙা বাংলা আর অনর্গল হিন্দিতে এলোমেলো অনেক কথার ভেতর থেকে যা জানা গেছে সেটি হলো- মোহাম্মদ আকবর কোরেশি ওরফে রাজুর দিল্লিতে বাড়ি-ঘর, বাবা-মা সবাই আছেন। সেখানে একটি কন্যাও আছে তার। কীভাবে এখানে এলেন? প্রশ্নের জবাবে তিনি জানান, দত্তবাবু আর তার গ্রামের প্রধান জানেন। এছাড়া কোলকাতার ঘোঁষ আর শান্তনু নাম দুটি উচ্চারণ করছিলেন বারবার। রাজু নামের এ ব্যক্তি দিল্লি রেলওয়ে বিভাগে কাজ করতেনে বলেও জানিয়েছেন। পরক্ষণেই বলেছেন বিড়ি কারখানায় কাজ করতাম। সব মিলিয়ে এ যুবককে কখনও মনে হয়েছে মানসিক ভারসাম্যহীন পথ ভুলে চলে আসা বিদেশি আবার তার অনেক কথা রহস্যজনক।

Leave a comment