স্টাফ রিপোর্টার: সোহাগ গাজীর দুর্দান্ত বোলিঙে জয় পেয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে তারা। শেখ জামালের ৬ উইকেটের জয়ে দারুণ অবদান সোহাগের। মাত্র ২৭ রানে ৫ উইকেট নেন এ অফস্পিনার। দশম রাউন্ডে চতুর্থ এই জয়ে শেখ জামালের পয়েন্ট আট। অন্য দিকে ওল্ড ডিওএইচএসের এটি টানা দশম পরাজয়। কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৫ ওভারে। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে ওল্ড ডিওএইচএস। জবাবে ৪২ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। লক্ষ্য তাড়া করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। তবে আরাফাত সানি জুনিয়রের সঙ্গে ১০২ রানের চমৎকার জুটি উপহার দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান মাইশুকুর রহমান। আবু জায়েদের বলে শহিদুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮৩ রান করেন মাইশুকুর। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ১১৮ বলের ইনিংসটি ১১টি চার ও একটি ছক্কায় সাজানো। বাকি কাজটুকু সোহাগকে নিয়ে সহজেই সারেন আরাফাত। তিনি ৪৪ ও সোহাগ ১৩ রানে অপরাজিত ছিলেন।