হাসপাতাল ছাড়লেন উৎফুল্ল পেলে

মাথাভাঙ্গা মনিটর: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পেলে জানিয়েছেন এখন সুস্থ আছেন তিনি। এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজা করে ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি জানান, তিনি দেশের হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়ার মতো অবস্থায় আছেন।

কিডনির পাথর অপসারণ এবং মূত্রঘটিত সংক্রমণের কারণে বেশ কয়েকদিন সাও পাওলোর একটি হাসপাতালে কাটানোর পর মঙ্গলবার ছাড়া পান পেলে। বেশ কয়েকদিন হাসপাতালে কাটাতে হয়েছে বলে একটু ভয় পেয়ে গিয়েছিলেন উল্লেখ করে ব্রাজিলের হয়ে তিন বারের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার জানান, এখন আর কোনো সমস্যা নেই। নিজের সবশেষ অবস্থার কথা জানাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে একটি সংবাদ সম্মেলনে কথা বলেন ৭৪ বছর বয়সী পেলে। আমি একটু চিন্তিত ছিলাম। তবে এটা বলা যাবে না যে, আমি মৃত্যুভয় পেয়েছিলাম। আমি ভালো আছি এবং সুস্থ হয়ে উঠেছি। এক পর্যায়ে নিজের সুস্থতা নিয়ে পেলে সাংবাদিকদের সাথে মজাও করেন। এখন আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছি। অলিম্পিকে তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলতে পারে এবং এর মধ্যে আমি একজন! ২০১৬ অলিম্পিকের আসর বসতে যাচ্ছে ব্রাজিলের রিও দি জেনেইরোতেই। অলিম্পিকে এখনো সোনা জিততে না পারার আক্ষেপ এবার কাটাতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার শতবর্ষের সেরা ফুটবল খেলোয়াড়’র স্বীকৃতি পাওয়া পেলে গত নভেম্বরের শুরুর দিকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার কিডনিতে পাথর ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ১৩ নভেম্বর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির শতবর্ষের সেরা অ্যাথলেট অ্যাখ্যা পাওয়া পেলেকে আবার হাসপাতালে যেতে হয় মূত্রঘটিত সমস্যা নিয়ে। স্থানীয় গণমাধ্যমগুলো তখন জানায়, কিডনি থেকে পাথর সরানোর অস্ত্রোপচারের সময় হয়তো কোনো সংক্রমণ হয়ে থাকতে পারে ব্রাজিলের সরকারের কাছে জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত এই সাবেক তারকার। ১৯৭০ দশকে নিউ ইয়র্ক কসমসে খেলার সময় একটি কিডনি কেটে বাদ দেয়া হয় পেলের। সেই থেকে একটি কিডনি নিয়েই বেঁচে আছেন এ ফুটবল কিংবদন্তি। সুস্থভাবে হাসপাতাল থেকে ফিরতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা জানান পেলে। চীন, পাকিস্তানসহ ইউরোপের প্রায় সব দেশ থেকে যারা আমাকে বার্তা পাঠিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমি।