খবর:(দ্বিগুণেরও বেশি বেতন বাড়ানোর সুপারিশ)
দফায় দফায় বেতন বাড়ায়
দেশের বড় কর্তারা,
রাজধানীতে বিরাট বিরাট
বানায় দালান ঘর তারা।
ছোট-খাটো কর্মচারীর
বাড়ির সবাই ক্ষুধার্ত,
দায় দেনা ঋণ চারিদিকে
পিছ ছাড়ে না সুদ আর তো।
কিন্তু এসব হিসাব-নিকাশ
কে করে কার স্বার্থে,
মানুষ হলে এমন কুকাম
করতে কি আর পারতে?
-আহাদ আলী মোল্লা