মাথাভাঙ্গা মনিটর: ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার গ্রহণ করলেন। গতকাল বুধবার নরওয়ের রাজধানী ওসলোর সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ডের উপস্থিতিতে তাদের হাতে পুরস্কার তুলে দেন নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজয়ের্ন জাগলান্দ। নোবেল কমিটি তাদের উভয়কেই শান্তির পথিকৃত হিসেবে অভিহিত করেছে। পুরস্কার গ্রহণের আগে এক সাক্ষাতকারে অ্যাক্টিভিস্ট মালালা বলেন, দেশের সেবা করার প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীও হতে প্রস্তুত। আর শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী (৬০) বলেন, এ পুরস্কার পাওয়ার ফলে শিশুদের দাসত্ব থেকে মুক্ত করার কাজ তার জন্য আরো সহজ হবে। ১৭ বছর বয়সী মালালা নোবেল পুরস্কারের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী। নোবেল পুরস্কার হিসেবে দেয়া ১৪ লাখ ডলার কৈলাস ও মালালা উভয়ের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। পাকিস্তানে নারী শিক্ষা বিষয়ে বিবিসির উর্দু শাখায় লেখালেখির কারণে ২০১২ সালের অক্টোবরে মালালার মাথায় গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান জঙ্গিরা। সোয়াত উপত্যকার সেই ঘটনার সময় মালালার সাথে থাকা দু সহপাঠী তালেবানের গুলিতে আহত হয়। গতকাল বুধবারের অনুষ্ঠানে অন্যদের সাথে মালালার সেই দু সহপাঠীও উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের শুরুতে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান থর্বজয়ের্ন জাগলান্দ বলেন, এক তরুণী ও একজন বয়স্ক ব্যক্তি, একজন পাকিস্তানি ও একজন ভারতীয়, একজন মুসলমান ও অপর জন হিন্দু; বর্তমানে বিশ্বের যা প্রয়োজন উভয়ে তারই প্রতিনিধিত্ব করেন। তা হলো একতা, দু জাতির মধ্যকার।