কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার সিঙ্গির বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। উপজেলার ফারাসপুর গ্রামের হায়দার আলীর ছেলে রানা পার্শ্ববর্তী সিঙ্গির বাজারে চিত্তরর সেলুনে সেভ করলেন। এ সময় ওই বাজারের পাশে শালিখা গ্রামের কতিপয় এক দল সন্ত্রাসীরা সেলুনে বসে থাকা রানার ওপর হামলা চালায়। এ সময় ওই সেলুনের ভেতরে থাকা আয়নাসহ আসবাসপত্র ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রানাকে জখম অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে এ রিপোট লেখা পর্যন্ত রানা কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।