মাথাভাঙ্গা মনিটর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার লড়াইয়ে লুদোগোরেতসের বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে স্পেনের কোনো দলের টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়তে ম্যাচটা জিততেই চাইবে কার্লো আনচেলত্তির দল। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ম্যাচটি। ম্যাচটি জিতলে সব প্রতিযোগিতা মিলে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে রিয়াল। ২০০৫-০৬ মরসুমে টানা ১৮ ম্যাচ জিতে রেকর্ডটা গড়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত শনিবার লা লিগায় সেল্তা ভিগোকে হারিয়ে আগের রেকর্ডটা স্পর্শ করে ক্রিস্তিয়ানো রোনালদো-গ্যারেথ বেলরা। প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল ইতোমধ্যে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর তারকা নির্ভর ইউরোপের সফলতম দলটি যে দুর্দান্ত ফর্মে আছে, তাতে সমর্থকেরা রেকর্ড গড়ার স্বপ্ন দেখতেই পারে।
রিয়ালের আশার পালে জোরালো হাওয়া দিচ্ছে দলের সেরা তারকা রোনালদোর দারুণ ফর্ম। সেল্তার বিপক্ষে তিন গোল করে লা লিগায় সর্বোচ্চ ২৩ হ্যাটট্রিকের রেকর্ড গড়েন পর্তুগিজ এ তারকা। স্পেনের শীর্ষ এ লিগের এবারের আসরে এ পর্যন্ত ২৩ গোল করেছেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৪ গোল।