টিপ্পনী:

খবর: (গাংনীর বামন্দী আইডিয়ালের পরিচালক ও জিএম গ্রেফতার)

 

কী বাবাজি কী বাবাজি

নতুন নতুন ভেলকিবাজি

এবার কী গো শেষ হলো?

ধরা খেয়ে বেশ হলো গো

বেশ হলো!

 

পকেট ফাঁকা পকেট ফাঁকা

নিয়ে নিয়ে পরের টাকা

হলো তো খুব তবিল মোটা,

বলতে গেলেই হয় নাকি গো

লম্বা খোটা।

 

দুজন এবার জেলে গেলে

কিছু নাকি ফেলে গেলে

ঘটি বালিশ কম্বল আর খাতা

মোশাহেবী করতে তোমরা

নিয়েছো কী ছাতা?

 

-আহাদ আলী মোল্লা