চুয়াডাঙ্গায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন বিষয়ক মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: চুযাডাঙ্গায় যক্ষ্মা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন নাটাবের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা বক্ষবাধি ক্লিনিকের কনসাল্টটেন্ট ডা. রতন কুমার সিংহ। প্রধান অতিথি বলেন, যক্ষ্মা হলে রক্ষা নেই, এ কথার ভিত্তি নেই। সঠিকভাবে যক্ষ্মা রোগ চিহ্নিত করে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যক্ষা হলে এখন আর ভয়ের কিছু নেই। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান, চুয়াডাঙ্গা পলিটেকনিকের উপাধ্যক্ষ টিপু সুলতান ও বিধান কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম।

Leave a comment