স্টাফ রিপোর্টার: সশস্ত্র হামলায় গুরুতর জখম যুবলীগকর্মী রাজু আহমেদ রাজা চুয়াডাঙ্গায় ফিরেছেন। গতকাল সোমবার ঢাকার পঙ্গু থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়। পরে তাকে বাড়ি নেয়া হয়েছে।
রাজু চুয়াডাঙ্গা বাগানপাড়ার এমএম রানার ছেলে। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির বিবিএ ছাত্র। গত ২৯ নভেম্বর তার ওপর নৃশংস হামলা চালানো হয়। রক্তাক্ত জখম রাজাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে ঢাকার পঙ্গুতে নেয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে গতকাল চুয়াডাঙ্গায় ফেরে। এ সময় রাজা জানান, আমি এখনও আশঙ্কামুক্ত নই। অথচ আমার ওপর হামলাকারী আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নামধারী ব্যক্তি রনি, জনি, জামাল, মিন্টুসহ এদের সহযোগীরা ধরাছোঁয়ার বাইরে। দিব্যি স্টেশন এলাকায় চাঁদাবাজি করছে। ওরা যদি যুবলীগ করতো তাহলে আমাকে কোপাতে পারতো না। সে কারণে হুইপ ও মেয়রের আশু দৃষ্টি কামনা করার পাশাপাশি পুলিশের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।