স্টাফ রিপোর্টার: মহান বিজয় দিবস-২০১৪’র কুচকাওয়াজ মহড়ার সময় পরিবর্তন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবছরের মতো এবারো পালিত হবে মহান বিজয় দিবস। এ উপলেক্ষে গতকাল রোববার আয়োজিত বিভিন্ন উপকমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুব। সভা চলাকালীন সময়ে উপস্থিত সদস্যগণ বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই ১৪ ডিসেম্বর চুয়াডাঙ্গা স্টেডিয়ামে সকাল ১০টায় যে মহড়া অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিলো সেটা পরিবর্তন করা প্রয়োজন। কারণ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে পরীক্ষা পরীক্ষা শুরু হয়। এ প্রস্তাবের যথার্থতা বিবেচনা করে অতিরিক্ত জেলা প্রশাসক পূর্বের সময় (সকাল ১০টা) পরিবর্তন করে একই দিন বিকেল ২টা ৩০ মিনিটে মহড়া অনুষ্ঠান সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক পাঠানো পূর্বের রেজুলেশন অনুযায়ী অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।