স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গ মাতিয়ে এলেন খুলনা বেতারশিল্পী চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের সুবর্ণা শোভা। তিনি গত ১৬ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় যান। পরদিন ১৭ নভেম্বর নদীয়া জেলার ভীমপুরে, ১৮ ও ১৯ নভেম্বর সুন্দরবনে, ২০ নভেম্বর গোষ্টমেলায় এবং ২৩ নভেম্বর দমদমে সঙ্গীত পরিবেশন করেন।
শোভা জানান, প্রতি বছর নদীয়া জেলার বগুলা কলেজমাঠে ৩ দিনের লোকগানের মরমী শিল্পী গোষ্ট গোপাল দাসের স্মরণে গোষ্টমেলার আয়োজন করা হয়। এ মেলায় গত বছর অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছি। এবার সেখানে লোকগীতি পরিবেশন করেছি। এখানে ঝংকার শিল্পগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝংকার শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক সত্যরঞ্জন মণ্ডল। এখানে বাংলাদেশের রমজান আলী, এটিএম মমতাজ করিম, বাবুসহ অনেকেই সঙ্গীত পরিবেশন করেন।