সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সেনেরহুদার তানজিম

দামুড়হুদার মদনার নাহিদকে ফায়ার সার্ভিসের ভয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা

 

দর্শনা অফিস: ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পদে চাকরি দেয়ার কথা বলে সাড়ে ৪ লাখ টাকা প্রতারণামূলক হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জীবননগরের সেনেরহুদার তানজিমের বিরুদ্ধে। টাকা খুইয়ে প্রতারিত নাহিদের পরিবার হয়ে পড়েছে সর্বস্বান্ত।

দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা দক্ষিণপাড়ার নজরুল ইসলামের ছেলে নাহিদ হাসানের অভিযোগে জানা গেছে, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আব্দুল হাই মাস্টারের ছেলে তানজিমুল ইসলাম মাস তিনেক আগে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পদে চাকরির কথা বলে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে নাহিদের হাতে ধরিয়ে দেয় একটি ভুয়া নিয়োগপত্র। নাহিদ নিয়োগপত্র অনুয়ায়ী কর্মস্থলে গিয়ে জানতে পারেন তানজিম তাকে প্রতারণামূলক ভুয়া নিয়োগপত্র দিয়েছে। হতাশ হয়ে নাহিদ বাড়ি ফিরে টাকার জন্য বারবার ধরনা দিচ্ছে প্রতারক তানজিমের কাছে। অভিযোগ উঠেছে, তানজিমের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে অহরহ। নাহিদের পরিবারের পক্ষ থেকে তানজিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে তানজিম তার বিরুদ্ধে অভিযোগ মোবাইলফোনে অস্বীকার করেছেন।

Leave a comment