সর্বোচ্চ উপার্জনকারী জাস্টিন বিবার

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বখ্যাত ফোবস ম্যাগাজিন প্রতিবারের মতো এবারও ত্রিশ বছর বয়সী তারকাদের মধ্য থেকে সর্বোচ্চ উপার্জনকারী দশজনের নাম প্রকাশ করেছে। চলতি বছর ৮০ মিলিয়ন ডলার উপার্জন করে এ তালিকার র্শীষে অবস্থানে রয়েছেন মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। কুড়ি বছর বয়সী বিবার, চলতি বছর প্রায় ৮০ মিলিয়ন ডলার উপার্জন করেছেন। যা সারা বিশ্বের ত্রিশ বছর বয়সী তারকাদের মধ্যে সর্বোচ্চ। বিবারের পর ৭৫ মিলিয়ন ডলার উপার্জন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ান ডিরকসন। ফোবসের দৃষ্টিতে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী তারকাদের মধ্যে আরও রয়েছেন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট (৬৪ মিলিয়ন ডলার), ব্রুনো মার্স (৬০ মিলিয়ন ডলার), রিহানা (৪৮ মিলিয়ন ডলার)। ফেবস ত্রিশ বছর বয়সী তারকাদের মধ্য থেকে সর্বোচ্চ উপার্জনকারী দশজনের নাম প্রকাশের ক্ষেত্রে তরুণ সঙ্গীত প্রতিভা, অভিনেতা-অভিনেত্রীদের প্রধান্য দিয়ে থাকে। এ কারণেই এ তালিকার সাত নম্বরে অবস্থান করছেন জেনিফার লরেন্সের মতো অভিনেত্রী।

Leave a comment