রাজশাহীতে দু বাসের সংঘর্ষে ৩ কলেজ ছাত্রী নিহত

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় দু বাসের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১৪ জন। গতকাল রোববার দুপুরে উপজেলার কাটাখালি জুট মিলের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহী কলেজের শিক্ষার্থী তানিয়া, মাহমুদা ও শারমিন। আহত অবস্থায় ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার (হাবিলদার) মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১টার দিকে রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস লাকির সাথে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ইসলাম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রীদের বাসটি রাজশাহী-ঢাকা সড়কের পাশের খাদে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ১৭ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনজনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান বি.কে দাম বলেন, যাদের আনা হয়েছে তাদের মধ্যে তিনজন মারা গেছে।